গ্ৰাম গঞ্জে
“জাহাজ বাঁধা তেঁতুল গাছ” (বাহিরী, পূর্ব মেদিনীপুর)
ইতিহাসের
পাতায় বাহিরী নামক জায়গাটিতে নাকি এক সময় জমজমাট সামুদ্রিক বন্দর ছিল।
কালের করাল গ্রাসে যা আজকের দিনে সমুদ্র থেকে কয়েকশ যোযন দুরে
পূর্বমেদিনীপুরের এক বধিঋষ্ণু গ্ৰাম। পুরনো দিনে বাহিরীর রমরমার জন্য ব্যবসায়িক প্রয়োজনে বাহির থেকে অনেক
জাহাজ আসতো, আর নোঙর করার জন্য এই তেঁতুল গাছটিকে ব্যবহার করা হতো। সমুদ্র
তো অনেক দূরে চলে গেছে, কিন্তু গাছের গায়ে রয়ে গেছে লোহার চেনের দগদগে ছাপ।
কেউ বলে গাছটি ১০০০ বছরের পুরনো, আবার কেউ বলে গাছটি ৬০০/৭০০ বছরের। যাই হোক আমার দ্বারা ও গাছটির সঠিক বয়স উদ্ধার করা সম্ভব হয়ে উঠেনি। তবে এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক পৌরাণিক নিদর্শন, যেগুলো এই গাছটির নাম মাহাত্ম্য কে প্রমাণ করে।
গাছটির বেড় প্রায় ১৫ ফুট। গুঁড়িটা পুরো ফাঁপা, যেখানে এক সাথে ৩/৪ জন অনায়াসে ঢুকে যেতে পারে।
পরিবেশ বিপর্যয়ের সাথে লড়াই করে গাছটি আজ ও ইতিহাসের জীবন্ত সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে।।
কেউ বলে গাছটি ১০০০ বছরের পুরনো, আবার কেউ বলে গাছটি ৬০০/৭০০ বছরের। যাই হোক আমার দ্বারা ও গাছটির সঠিক বয়স উদ্ধার করা সম্ভব হয়ে উঠেনি। তবে এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক পৌরাণিক নিদর্শন, যেগুলো এই গাছটির নাম মাহাত্ম্য কে প্রমাণ করে।
গাছটির বেড় প্রায় ১৫ ফুট। গুঁড়িটা পুরো ফাঁপা, যেখানে এক সাথে ৩/৪ জন অনায়াসে ঢুকে যেতে পারে।
পরিবেশ বিপর্যয়ের সাথে লড়াই করে গাছটি আজ ও ইতিহাসের জীবন্ত সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে।।
স্থান:- বাহিরী, পূর্ব মেদিনীপুর।
No comments